তারেক রহমান কি আজই ফিরছেন দেশে?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
তারেক রহমান কি আজই ফিরছেন দেশে?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গেল কয়েকদিন ধরেই রয়েছেন সংকটাপন্ন অবস্থায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলে জোর গুঞ্জন চলছে খালেদা জিয়াকে দেখতে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। সবার মনেই প্রশ্ন, আসলেও তিনি কবে আসছেন বাংলাদেশ? 

যদিও তারেক রহমান কবে ফিরবেন দেশে- সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি কোনো মহল থেকে। বিএনপি সংশ্লিষ্টদের থেকে শুরু করে সরকার পর্যায় পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাখা হয়েছে ধোঁয়াশার মধ্যে। 

দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে- যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে তার দেশে ফেরার বিষয়ে নেই কোনো বাধা।

তবে তারেক রহমান নিজে জানিয়েছেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’।

এসব কারণে কোনোভাবেই কাটছে না তার দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা। 

তবে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জনের পারদ তুঙ্গে ওঠে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকেই। হুট করেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার ভেতর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে।

আর এমন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়- তাহলে কি সবার চোখ এড়িয়ে একেবারে নীবরে নিভৃতেই দেশে ফিরছেন তারেক রহমান?

অনেকে আবার বলতে থাকেন, অল্প সময়ের জন্য হলেও দেশে এসে অসুস্থ মাকে একনজর দেখেই আবার চলে যাবেন তারেক রহমান। আর এ জন্যই একেবারে চুপিসারে দেশে আসছেন তারেক রহমান। 

এই গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলে দেওয়া হয়- যখন দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় এভারকেয়ার হাসপাতালের সামনে।

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির দিন থেকেই এভারকেয়ার হাসপাতালে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় ছিল উপচে পড়া। তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালটির সামনে দলীয় নেতাকর্মীদের তেমন দেখা যায়নি। হাসপাতালের প্রবেশ ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

আর এসব মিলিয়ে অনেকেই দাবি করছেন- তারেক রহমান আজই ফিরছেন দেশে। নীরবে সবার অগোচরে দেশে এসে মা-কে দেখে আবার নীরবেই চলে যাবেন যুক্তরাজ্যে। 

যদিও পুরো বিষয়টি এখনো রয়েছে পুরোপুরি গুঞ্জনের কাতারেই।