‘৪৭ ও ‘৭১-এ স্বাধীন হয়েও, সত্যিকার অর্থে তার স্বাদ পেলাম না: জামায়াত আমির

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
‘৪৭ ও ‘৭১-এ স্বাধীন হয়েও, সত্যিকার অর্থে তার স্বাদ পেলাম না: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে আল্লাহভিরুতাকে ভিত্তি করে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদেশি কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেকে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালিয়ে জামায়াতের জনপ্রিয়তা কমানো যাবে না। মানুষের মন থেকে জামায়াতকে মুছে ফেলা সম্ভব নয়।”

যুবসমাজের উদ্দেশে তিনি আরও বলেন, “৩০০ আসনেই তরুণদের প্রার্থী করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণদের—তাদের হাতেই আমরা পতাকা তুলে দিয়েছি।”

জামায়াতের আমির বলেন, “কেউ কেউ পরিবর্তনে (গণঅভ্যুত্থানের পর) খুশি নয়। সম্ভবত কারণ এটা- পরিবর্তনটা তাদের নেতৃত্বে হলো না কেন? দেশের আপামর জনগণ, পুরোনো বস্তাপচা, দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। তারা রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়। নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মূলায় আর চলবে না, ইনশাআল্লাহ।”

‘কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেবে না জামায়াত’—এমন অভিযোগের জবাবে ডা. শফিকুর রহমান দাবি করেন, “এটা সম্পূর্ণ অপপ্রচার। আমার নিজের প্রতিষ্ঠানে নারী–পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন। জামায়াত কখনোই নারীদের কর্মজীবনে বাধা দেয় না।”

অন্য ধর্মাবলম্বীদের অধিকারের প্রশ্নে জামায়াত আমির বলেন, “৫৪ বছরের ইতিহাসে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো সম্পদ লুণ্ঠনের ঘটনা নেই। রাষ্ট্র পরিচালনায় জোরজবরদস্তি নয়—ন্যায়, সমতা ও সাম্য প্রতিষ্ঠাই হবে জামায়াতের নীতি।”

জামায়াতের আমির আরও বলেন, “মা বোনদের ওপর আপনি যখন হামলা করবেন, তখন মনে রাখবেন সেই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তাদের ওই ইজ্জতের ওপর হামলা করার পরে তারা বসে থাকবে না। ‘৪৭ ও ‘৭১-এ দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাদ পেলাম না।”

তিনি জানান, ভিন্ন ধর্মের মানুষকেও সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ঢাকা-১৭ আসনে কয়েক হাজার নেতাকর্মীর সমাবেশে বক্তব্য দেন দলটির এ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়—জামায়াত দেশ গঠন করবে সবাইকে সঙ্গে নিয়ে।” দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জামায়াত এ প্রার্থী।