‘হাসিনাবিরোধী আন্দোলনে দৃশ্যমান কিছু করেনি জামায়াত’
গত ১০ বছরে শেখ হাসিনা বিরোধী কোনো আন্দোলনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খান আলমগীর।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ইসলামিক ফাউণ্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াত ইসলামী রাজনীতি দাঁড়াতে পারছিলো না। জিয়াউর রহমান সেই সুযোগ করে দিয়েছিলেন। এরপর আমরাও তাদের কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত দশ বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলটি দৃশ্যমান কোনো কাজ করেনি।’
সম্প্রতি বেশ কিছু জায়গায় জামায়াতের নেতাকর্মীদের বলতে শোনা গিয়েছে বেহেশতে যেতে হলে জামায়াতে যোগ দিতে হবে। এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপির এই নেতা।
ফখরুল বলেন, ‘শুনতে পাচ্ছি জামায়াতের টিকিট কাটলে নাকি বেহেশতের টিকিট কাঁটা হবে। এটা কোথায় লেখা আছে? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না। মানুষকে বোকা বানানোর শিক্ষা ইসলামের নেই। এই বিষয়গুলো জনগণের সামনে বেশি করে আসা উচিত।’
পিআর পদ্ধতিতে ভোট, গণভোট এসব নিয়ে জোরেশোরে কথা বার্তা চললেও সাধারণ মানুষের এগুলো এখনও বোধগম্য বিশয় হয়ে ওঠেনি বলে মনে করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘একটি দল পিআর নিয়ে এতোদিন সমানে চিৎকার করলেও এখন সুর নরম করেছে। বর্তমানে দলটি নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এ সময় পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।’
