ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
ফাইল ছবি
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে ছিল এর উৎপত্তিস্থল।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।
এর আগে, এদিন সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
