‘মৃত্যুদণ্ডই খুনি হাসিনার উপযুক্ত বিচার’— আরও যা বললেন এনসিপি নেতা
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচারী খুনি হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয়, বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে।
আর এজন্য সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
আখতার হোসেন বলেন, মৃত্যুদণ্ডই খুনি হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।
এনসিপি নেতা এ সময় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খুনি হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে।
আখতার হোসেন বলেন, শেখ হাসিনা কেবল উসকানি দেয়নি। আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, ল্যাথাল উইপেন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে। মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস খুনি, যার এত এত অপরাধ, তার বিরুদ্ধে এতো অল্প অভিযোগেই আজকের শাস্তির ঘোষণা এসেছে।
তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। একইসঙ্গে এ গণহত্যাকারীর শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে। যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে।
