সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ইশরাক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ইশরাক
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাদোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ৩টি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সেখানে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মনোনয়ন আসবে যাবে, কিন্তু জাতীয়তাবাদীর আদর্শে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে।

এ সময় বিগত সরকারের দমনপীড়নের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।

সেইসঙ্গে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক হোসেন বলেন, বাবার স্মৃতির প্রতি স্মরণ রেখে আমাকে মনোনয়ন দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।