আ.লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে পারে না: জি এম কাদের


আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
জি এম কাদের বলেন, দেশে এ মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতদুষ্ট। তিনি অবিলম্বে এই সরকারের চলে যাওয়া এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানান।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি আগে কখনো হয়নি, প্রতিদিন দেশ নিম্নমুখী হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, সরকার একটি পাতানো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং এ কারণেই তারা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনতে ব্যর্থ হচ্ছে।
অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ এনে জি এম কাদের বলেন, জামায়াতে ইসলামী ও কিছু দল ‘থার্ড পার্টি’ বা তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে না পারার ভয়ে জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে আসতে দিতে চায় না।
সরকারকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুঁশিয়ারি দেন যে, তার দল এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে না।
তিনি ঘোষণা করেন, জাতীয় পার্টি রাজপথে থাকবে এবং জনগণের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।