বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ১০:০১ পিএম
বৃহস্পতিবার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করবে ছাত্রদল
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করবে ছাত্রদল।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলে ঢাকার সব ইউনিটের নেতাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।