যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জে সরকারের পাশে থাকার ঘোষণা বিএনপির


যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও নিরাপত্তা ইস্যুতে সরকারকে সমন্বিত সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে বিএনপি পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।
মঙ্গলবার (১৫ জুলাই) বনানীর একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানির সঙ্গে প্রায় ১৫–১৬ লাখ মানুষের জীবন ও জীবিকা জড়িত। ফলে শুল্ক ইস্যুটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ব্যবসায়ী নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে দেশের বাণিজ্য ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে,’ যোগ করেন তিনি।
তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনা থেকে বাংলাদেশ যেন বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আন্তর্জাতিক পোশাক রপ্তানি বাজারে ভারতের সঙ্গে ভিয়েতনাম বাংলাদেশের সরাসরি প্রতিযোগী।
বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্ক সমস্যার সমাধানে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিযোগী দেশ যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের সুবিধা পাবে, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি সতর্ক করে বলেন, শুল্ক সমস্যার সমাধান না হলে বাংলাদেশ কয়েক লাখ মানুষের কর্মহানি, শিল্প কারখানা বন্ধ এবং হাজার হাজার ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প বিপর্যয়ের ঝুঁকি নিতে পারবে না।
মতবিনিময় সভায় অংশ নেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিআই)-এর চেয়ারম্যান আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।