শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিতে ড. ইউনূসের হস্তক্ষেপ কামনা ফখরুলের


দেশের কিংবদন্তী লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসা নিশ্চিতে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ফরিদা পারভীন লালন সঙ্গীতের এক অনন্য শিল্পী। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের একজন। তিনি বহু বছর ধরে সঙ্গীত জগতে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন এবং সম্মানের সঙ্গে নিজের অবস্থান ধরে রেখেছেন।’
প্রায় ৭০ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী ৫ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ফখরুল বলেন, ‘তিনি কিডনি সমস্যা এবং অন্যান্য জটিলতার কারণে বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা তার যত্ন নিচ্ছেন, তবে তার অবস্থা এখনও সংকটময়। আমি সরকারকে আহ্বান জানাই, যেন এমন একটি প্রতিভাবান ও সম্মানিত শিল্পী, যিনি সারা বিশ্বে প্রশংসিত, তার চিকিৎসার জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা হয়।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকারকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে তিনি সর্বোত্তম চিকিৎসা পান। প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘এটাই জাতির চাওয়া… আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে তিনি সর্বোচ্চ চিকিৎসা পান।’
ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এর মধ্যে কিডনির সমস্যা অন্যতম।
ফখরুল তাকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিল্পীর পরিবারের এক সদস্যের সঙ্গে কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, ফখরুল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ফোনে কথা বলে ফরিদা পারভীনের চিকিৎসার জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন।