এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু আজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ জুলাই ২০২৫, ১০:০৭ এএম
এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু আজ

জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে সারাদেশের সব জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।

আজ (১ জুলাই) থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই সময়ের মধ্যে এনসিপি নেতারা দেশের ৬৪ জেলায় ভ্রমণ করবেন এবং জুলাই আন্দোলনে আহত, শহিদ পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।

এই কর্মসূচি শুরু হবে রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এতে অংশ নিতে ইতোমধ্যে ৩০ জুন দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে ২৯ জুলাই পর্যন্ত পদযাত্রা শেষ করে পর দিন ৩০ জুলাই তারা ঢাকা ফিরবেন।

রবিবার সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠন করেছি। এই কমিটি পুরো পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক অনিক রায়কে সদস্যসচিব করা হয়েছে। কোন রুটে, কোন জেলায় পদযাত্রা হবে, তার বিস্তারিত আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে দেব।”

এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ গড়তে জুলাই পদযাত্রায় বিভাগীয় পর্যায়ে একজন করে আহ্বায়ক থাকবেন। এর মধ্যে রংপুরে ড. আতিকুর রহমান, রাজশাহীতে মনিরা শারমিন, খুলনায় মোল্লা রহমতুল্লাহ, বরিশালে ফয়সাল মাহমুদ শান্ত, চট্টগ্রাম-১ জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-২ নাভিদ নওরোজ শাহ, সিলেটে এহতেশামুল হক, ময়মনসিংহে নিয়াজ মেহরাব তালুকদার, ঢাকা-১ আবদুর রহমান এবং ঢাকা-২ এ আজাদ সোবহান আল ভাসানী।