কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্য প্রত্যাহরের দাবি বিএনপির


‘বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে’ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর—এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন ‘কুমিল্লায় বিএনপি'র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে'। হাসনাত আব্দুল্লাহ'র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি'র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু প্রমুখ।