শ্যামল পল্লী বস্তিতে আগুন: স্বপ্ন পুড়ে ছাই হতে দেখল বাসিন্দারা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ মে ২০২৫, ১০:১০ পিএম
শ্যামল পল্লী বস্তিতে আগুন: স্বপ্ন পুড়ে ছাই হতে দেখল বাসিন্দারা

রাজধানীর শ্যামল পল্লী বস্তিতে রবিবার রাতের আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। আগুন কোনো কিছুই অবশিষ্ট রাখেনি। সবকিছু ছাই হয়ে গেছে। এঁকে গেছে  বাসিন্দাদের চেহারায় দুঃখ ও বেদনার ছাপ।

এখানটিতেই একসময় টিনের ছাউনিতে সাদামাটা স্বপ্ন বুনে বাস করে আসছিলেন তারা। এখন তা শুধু পুড়ে যাওয়া স্মৃতির বিরান ভূমিমাত্র। 

ইউএনবির আলোকচিত্রী তাহিয়াত নাজিফা নূরের ছবিগুলো বস্তিবাসীর করুণকাহিনীকেই প্রকাশ করছে। তুলে ধরছে তাদের বেঁচে থাকার সংগ্রামকে।

বছরের পর বছর ধরে হাঁড়ভাঙ্গা পরিশ্রমে সাজানো সংসার অসহায়ভাবে পুড়ে যেতে দেখছিল বস্তির বাসিন্দারা। কীভাবে তাদের স্বপ্নগুলো নিমিষেই পুড়ছিল আগুন। অঝোড়ে ঝড়ছিল অশ্রু।

মাত্র একরাতের আগুন তাদের কঠোর শ্রমের সমস্ত সঞ্চয়, জামাকাপড়, স্কুল শিক্ষার্থীদের বই, বিয়ের ছবি ধ্বংস করে ফেলেছে।

ছাইয়ে ঢেকে যাওয়া মাটিতে বসে আছে শিশুরা। এক সময় এখানেই তার ঘুমানোর বিছানা ছিল। মায়েরা ধ্বংস্তুপ থেকে সংসারের অবশিষ্ট অংশ থালা বাসন উদ্ধারের চেষ্টা করছেন। আর বাবা হতাশাগ্রস্ত চাহনিতে ধ্বংসস্তুপের দিকে তাকাচ্ছিলেন অবশিষ্ট কিছু পাওয়ার আশায়।

ধোঁয়া মিশে যায়, যন্ত্রণা থেকে যায়, আশাও রয়ে যায়।