রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের কথা ভাবতে হবে: নুর


গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, তার পরে নির্বাচনের কথা ভাবতে হবে।
সোমবার (২৪ মার্চ) বিকালে পটুয়াখালী শহরের জেলা পরিষদ শিশুপার্কে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটি ফ্যাসিস্ট ও রাজনৈতিক দল।’ তাই সকল দল ও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা করি।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিন।’
এছাড়া জনগণের ক্ষোভ বাড়ছে, প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে— সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডাকসু্ এই সাবেক ভিপি।
গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতারা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।