জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের প্রধান পার্টি হবে: হাসনাত


জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের প্রধান পার্টি হবে বলে মন্তব্য করেছেন এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৬ মার্চ) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আরও বলেন, ‘আমরা ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির, উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরেও, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছি আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি সব সময় আমাদের দেয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে, সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদের ব্যবহার করা হতে পারে, আমরা অতীতে যেভাবে পরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখব।’
এসময় উপস্থিত ছিলেন, রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূম এর মুহতামিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারি নাজমুল হাসান।