‘যৌন হয়রানির শিকার’ স্কুলছাত্রীকে সহযোগিতা ও বিচার নিশ্চিতের আশ্বাস বিএনপির


গাজীপুরের শ্রীপুরে ‘যৌন হয়রানির শিকার’ তৃতীয় শ্রেণির ছাত্রীকে সহযোগিতা ও বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুর বাড়িতে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি। এ ছাড়া দলটির পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহযোগিতাও করা হয়েছে।
বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসহায়তা সেলের গাজীপুর জেলার সমন্বয়কারীর দায়িত্বে আছেন রফিকুল ইসলাম। তিনি শিশুটির বাড়িতে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাঁরা যৌন হয়রানির শিকার শিশুটির পাশে দাঁড়িয়েছেন। শুধু অর্থ সহযোগিতা নয়, সুষ্ঠু বিচার পেতে সব ধরনের আইনি সহযোগিতা নিয়ে পাশে থাকবে দলটি। এ ছাড়া শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
উল্লেখ্য, ১৯ মার্চ গাজীপুরের শ্রীপুরের একটি গ্রামে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত মোসলেহ উদ্দিনের (৬৫) বাড়ি ঘেরাও করে তাকে আটক করেন বিক্ষুব্ধ জনতা। পরে তাঁকে পুলিশের হতে সোপর্দ করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় আসামি মোসলেহ উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।