রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সকাল ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে দেশে এসে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং গুলশানের নিজ বাসভবনে যাবেন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় অতিরিক্ত জনসমাগম হবে।
সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি বিকল্প রুট হিসেবে কয়েকটি রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে এবং মিরপুর ও উত্তরা এলাকায় যাত্রীদের মেট্রোরেল ব্যবহারেরও পরামর্শ দিয়েছে।
অভ্যর্থনায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন না করার, গাড়িবহরে যুক্ত না হওয়ার এবং মোটরসাইকেল নিয়ে গুলশান–বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।
নেতাকর্মীদের জন্য নির্ধারিত পার্কিং স্থানও ঘোষণা করা হয়েছে। ডিএমপি আশা করছে নগরবাসীর সহযোগিতায় এ দিনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।
বিপি/ এএস
আরও খবর
বিমানবন্দর রাস্তায় যানবাহন সংকট, হেঁটে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ
ঢাকায় তারেক রহমানকে অভ্যর্থনা, পার্কিং কোথায় করবেন
মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশের পদত্যাগ
খালেদা জিয়ার রোগমুক্তি-তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ