1. হোম
  2. জাতীয়

তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে কেন্দ্র করে আজ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরপরই দুপুর ২টা ৩০ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় মূলত প্রাধান্য পাবে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও ঝুঁকি নিরসন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবাদ দমনে যৌথ বাহিনীর ভূমিকার পরিকল্পনা, ২০২৫ সালের নতুন নির্বাচন আচরণবিধি যথাযথভাবে পালন নিশ্চিত করা, সংসদ নির্বাচনের পাশাপাশি প্রস্তাবিত গণভোটের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরির বিষয়াদি।

সম্প্রতি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। আজকের এই উচ্চপর্যায়ের বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে সার্বিক প্রস্তুতির বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে।