বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে লাশবাহী গাড়িতে করে তার কফিনবন্দি মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি চত্বরে আনা হয়।
মরদেহ পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাকে সেখানে দাফন করা হয়।
এর আগে সকাল থেকেই শহীদ ওসমান হাদীকে শেষ বিদায় জানাতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ছাত্র-জনতা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শোকাবহ পরিবেশে মরদেহবাহী গাড়ি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশবাহী গাড়িটির ওপর উঠে আসতে দেখা যায় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, শহীদ ওসমান হাদীর ছোট ভাইসহ এনসিপির একাধিক নেতাকর্মীকে। এ সময় ‘শহীদ হাদী অমর থাক’, ‘জুলাই আন্দোলন চলবেই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।