1. হোম
  2. জাতীয়

হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
হাদিকে গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের
শরিফ ওসমান হাদি ও তার ভাই আবু বকর সিদ্দিক। ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করে হত্যার পর হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলেন, তা প্রশ্ন করেছেন শরিফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজার আগে তিনি এই মন্তব্য করেন।

অ্যাবু বকর সিদ্দিক বলেন, সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? আমার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন করতে হচ্ছে।

তিনি হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্যও আহ্বান জানান।

বিপি/ এএস