1. হোম
  2. জাতীয়

ওসমান হাদির জানাজা ঘিরে বিজিবি মোতায়েন

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
ওসমান হাদির জানাজা ঘিরে বিজিবি মোতায়েন
ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকা ও ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বডি ওর্ন ক্যামেরা ও রায়ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

এদিকে জানাজা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নামাজে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তাকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বিপি/ এএস