1. হোম
  2. জাতীয়

শেষ গোসলের জন্য নেয়া হলো হাদির মরদেহ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শেষ গোসলের জন্য নেয়া হলো হাদির মরদেহ

ময়নাতদন্ত শেষে গোসলের জন্য ফের হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টা ৪০ মিনিটে হাদির ময়নাতদন্ত শেষ হয়। এরপর তাকে নিয়ে আসা হয় শেষ গোসলের জন্য।

অকুতোভয় এই বিপ্লবীর জানাজা আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আনা হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। হাসপাতালের সামনে ভোর থেকেই ভিড় করেন তার আত্মীয়-স্বজন, সহযোদ্ধা এবং সাধারণ মানুষ। প্রিয় নেতাকে শেষবার দেখতে আসা মানুষের চোখে ছিল শোক আর শ্রদ্ধার ছাপ।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জাতীয় বীরের মর্যাদায় তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পুরো দেশ।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

সেখানে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ছাত্রনেতা। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে করে তার মরদেহ দেশে পৌঁছায়।