সহিংসতা উসকানিমূলক পোস্ট সরাসরি রিপোর্টের আহ্বান জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এ ধরনের পোস্ট হোয়াটসঅ্যাপে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে এবং ইমেইলে notify@ncsa.gov.bd ঠিকানায় সরাসরি রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এনসিএসএ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো প্রথমে সংস্থার পক্ষ থেকে প্রাথমিক যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে সেগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে।
একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।
জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী, এমন ‘হেইট স্পিচ’ যা সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান জানায়, তা দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছে এনসিএসএ।
এদিকে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ উপস্থাপন করে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করার ক্ষমতা সরকারের রয়েছে।