মানিক মিয়ায় আসছে একের পর এক মিছিল
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির জানাজায় অংশ নিতে লাখো অজস্র মানুষের আগমণ ঘটেছে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা দুইটায় অনুষ্ঠিত হবে জানাজার নামাজ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই একের পর এক মিছিল আসতে থাকে মানিক মিয়া অ্যাভিনিউতে।
এ সময় মিছিল থেকে শ্লোগান শোনা যায়, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।
ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও তার সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্পটে বসানো হয়েছে চেকপোস্ট, বডি ওর্ন ক্যামেরাসহ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও।