1. হোম
  2. জাতীয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। 

শনিবার সকাল পৌনে দশটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ ঢাকার শের-ই-বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ময়নাতদন্ত শেষে দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে।