ওসমান হাদির জানাজাকে ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের জানাজায় বিপুল সংখ্যক লোক সমাগম হবে।
এর এমন পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এদিন রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় মানিক মিয়া এভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বিকল্প সড়কের নির্দেশনা:
► মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে গন্তব্যে যাবে।
► ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ বা ইন্দিরা রোডগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-গণভবন ক্রসিং হয়ে যাতায়াত করবে।
► ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ইউটার্ন নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটে পৌঁছাবে।
► আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে যাবে।
► এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।
► মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ নম্বরগামী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা যাতায়াত করতে পারবে।
► এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
ডিএমপি সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে যাতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।