হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার’—এই দাবিসংবলিত ব্যানার বহন করা হয়।
বিক্ষোভের শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘আমি কে, তুমি কে—হাদি, হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।
একই সময়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম এলাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি শুরু করে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ওই কর্মসূচির ধারাবাহিকতায় আজ জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটির সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিপি/ এএস
আরও খবর
সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান
শনিবার থেকে যেসব অঞ্চলে বাড়ছে ট্রেন ভাড়া
বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদিকে
হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ছাড়ল বিমান
ছায়ানটে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি: সংস্কৃতি উপদেষ্টা