হাদি হত্যা
জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর শাহবাগ ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছাত্র-জনতা দলে দলে বের হয়ে শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন।
এদিকে, ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুর চৌরাস্তায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। একই সঙ্গে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে বেলা ১১টার দিকে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষোভকারীদের একাংশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে তারা। পরে বাংলামোটর মোড় ঘুরে আবার শাহবাগ এলাকায় অবস্থান নেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাহবাগে পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
বিপি/ এএস