সন্ত্রাসী হামলায় প্রাণ গেল ৬ বাংলাদেশি সেনার
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
ফাইল ছবি
সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।
সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
বিপি/আইএইচ
