আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২
কেরানীগঞ্জে আগুন লাগা জামেলা টাওয়ার থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা এখনো ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে। এখন পর্যন্ত ৪২ জনকে বের করে এনেছি আমরা।’
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ধোঁয়ার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে থাকা গোডাউনগুলোর প্রতিটি শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা গেছে।’
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও জানানো হয়, আগুন লাগা ভবনে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি।
