হাদিকে নিয়ে ডাক্তারের আবেগঘন স্ট্যাটাস

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
হাদিকে নিয়ে ডাক্তারের আবেগঘন স্ট্যাটাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে দাঁড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাককা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মাথার অস্ত্রোপচার করা হয়। এরপর অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

হাদির এমন পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে পারেননি তার চিকিৎসা ও অস্ত্রোপচারের নেতৃত্ব দেয়া চিকিৎসক কা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান। চিকিৎসা শেষে তিনি ফেসবুকে হাদিকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি হাদিকে নিয়ে লিখেছেন, ‘কে জানতো আজকে তাকে (হাদি) বাঁচানোর চেষ্টায় ছুরি হাতে আমাকে ওটিতে দাড়াতে হবে?’

ডা. জাহিদ রায়হানের ফেসবুক স্ট্যাটাসটি বাংলা পোস্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ওসমান হাদি আর মুগ্ধর ভাই স্নিগ্ধর সাথে আমি।

কে জানতো আজকে তাঁকে বাঁচানোর চেষ্টায় ছুরি হাতে আমাকে ওটিতে দাড়াতে হবে।

হে আল্লাহ! ওসমান হাদির জন্য যা ভাল, তুমি তাই কর।’

এর আগে ডা. জাহিদ রায়হান জানিয়েছিলেন, ঢাকা মেডিকেলে ভর্তি থাকা হাদির অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক বা ‘ক্রিটিক্যাল’।

হাসপাতালে আনার পরও রোগীর মধ্যে ‘সাইন অব লাইফ’ বা জীবনের লক্ষণ বিদ্যমান ছিল। এমনকি, অস্ত্রোপচার চলার সময়েও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞরা জানান যে হাদির নিশ্বাসের নিজস্ব শক্তি বা ‘এফোর্ট’ ছিল—যা প্রমাণ করে যে তিনি তখনো জীবিত।

ডা. রায়হান আরও বলেছিলেন যে অপারেশন চলাকালে হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ব্যাপক রক্তক্ষরণ ঘটে।

তিনি বলেছিলেন, ‘রোগীর নাক ও মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা আশার কোনো কথা বলতে চাই না, তবে উনি এখনো জীবিত আছেন; বাকিটা আল্লাহর ইচ্ছা।’

পরে উন্নত আইসিইউ সহায়তার জন্য ওসমান হাদির পরিবারের অনুরোধেই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।