লটারিতে ৬৪ জেলার এসপি নিয়োগ, কে কোন জেলায় গেলেন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
লটারিতে ৬৪ জেলার এসপি নিয়োগ, কে কোন জেলায় গেলেন
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

এর আগে সচিবালয়ে  কৃষি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, এসপি নিয়োগে তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি; এ-ক্যাটাগরি, বি-ক্যাটাগরি, সি-ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, আমরা করেছি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে।'

তিনি আরও বলেন, 'প্রথমে আমরা মেধাবী এসপিদের বেছে নিয়েছি। মেধাবীরা কেউ বাদ পড়েনি। পরে মেধাবীদের মধ্যে কে কোন জেলায় যাবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।'

কে কোন জেলার এসপি নিয়োগ পেলেন দেখতে ক্লিক করুন