জেলাকে ৩ ভাগ করে এসপি পদায়নে লটারি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলার ভিত্তিতে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে পুলিশ সুপার (এসপি) পদে পদায়নে লটারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এ কথা জানান।
এসপি পদে পদায়নে প্রথমে মেধাবী কর্মকর্তারা কেউ বাদ পড়েননি বলেও জানিয়েছেন উপদেষ্টা।
এসপি নিয়োগে লটারির বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'হ্যাঁ নিউজ এসেছে, এইটা যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করে দিয়েছি। এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি; এ-ক্যাটাগরি, বি-ক্যাটাগরি, সি-ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, আমরা করেছি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে।'
তিনি বলেন, 'ওই জেলাগুলি নির্ধারণ করে, তারপর আমরা ঠিক করেছি এসপিদের কারে কারে দিব। আমাদের টোটাল এসপি ছিল মনে হয় ৬৪ জেলায়। ৬৪ জেলা থেকে আমরা ১৮ জনকে উঠিয়ে এনেছি। ১৮ জনের জায়গায় আবার আমরা নতুন কর্মকর্তা দিয়েছি। আর যারা পুরানো ওখানেই ছিল। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায়, যার কপাল আছে ওই জেলায় পড়ছে।'
ওসিদের পদায়নও কি লটারির মাধ্যমে হচ্ছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইনশাআল্লাহ।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমে আমরা মেধাবী এসপিদের বেছে নিয়েছি। মেধাবীরা কেউ বাদ পড়েনি। পরে মেধাবীদের মধ্যে কে কোন জেলায় যাবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।'
