ধানমন্ডি ৩২ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, আনন্দ মিছিল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, আনন্দ মিছিল
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি চিত্র। ছবি: বিবিসি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছত্রভঙ্গ হওয়ার পর বিক্ষোভকারীরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করে এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে রায় ঘোষণা উপলক্ষ্যে ধানমন্ডি-৩২ নম্বরে একত্রিত হওয়া জনতাকে উচ্ছ্বাস প্রকাশ করে নানা স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচারী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায়ের খবরে আনন্দ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রায় ঘোষণার পর বিকাল সোয়া ৩টার দিকে মিছিলটি বের হয়।

ছত্রভঙ্গ হওয়ার পর বিক্ষোভকারীরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা।

উল্লেখ্য, এদিন বেলা ১২টার দিকে একদল মানুষ দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

এর আগে, ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।