নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ছবি : সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে নিউ ইস্কাটন রোডের ওয়াকফ ভবনের সামনে এ ঘটনা ঘটে। আর তাতে আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

আহত আবদুল বাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলাম। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আমার ধারণা, ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছে হয়ত।’

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

এছাড়া একইদিন রাতে পল্লবী মেট্রো স্টেশন, আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা।