জুলাই সনদ বাস্তবায়নের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন
ছবি : সংগৃহীত

ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। সেই অনুমোদনে ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষরও করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমনটাই জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস।

জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন হয়েছে জানিয়ে একে ‘বিরাট খবর’ হিসেবেও তুলে ধরেন ইউনূস। বলেন, প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, 'আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে।'