পুরান ঢাকায় দিনদুপুরে গুলি করে হত্যা
রাজধানীর সূত্রাপুরে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে তারিক সাইদ সুমন (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা দৌড়ে আসতে দেখা যায় পঞ্চাশ বছর বয়সী তারিক সাঈদকে। এসময় তিনি হুট করেই হাসপাতালের সামনে রাস্তায় পড়ে যান। পেছনে পেছনে দৌড়ে আসেন মাস্ক পরা দুইজন অস্ত্রধারী। তারা পরপর ওই ব্যক্তিকে বেশ কয়েকটি গুল করেন। এরপর দ্রুত সেখান ঠেকে সটকে পড়েন দুজনেই।

হাসপাতালে থাকা এক প্রত্যক্ষদর্শীর বলেন, ‘গোলাগুলির শব্দ শুনে হাসপাতাল থেকে বাইরে বের হয়ে আসি। এসে দেখি এক লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে। হাসপাতালের লোকজন এসে দ্রুত তাকে ভিতরে নিয়ে যায়।’
এদিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের বরাত দিয়ে জানা যায়, প্রাথমিকভাবে তারা চিকিৎসা শুরু করলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত ব্যক্তির খালাতো ভাই হাফিজ গণমাধ্যমকে বলেন, ‘সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করল, কী কারণে করল জানি না।’
এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
