রাতে ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আটক ২
রাজধানীর ব্যস্ত ফার্মগেটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে প্রধান সড়কের ওপর পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় জনতার সঙ্গে সংঘর্ষের চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তাদের পরে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেছেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে জনতা হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তেজগাঁও থানা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী প্রধান সড়কের ওপর দুটি বোমা নিক্ষেপ করেন। বিস্ফোরণের ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরে মোটরসাইকেলের চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালানোর চেষ্টা করেন। এসময় হাসিবুল রাজ শাওন নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করে। কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এসময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরে।
ঘটনার পর শাওনকে কিল ঘুষি মারার পর তিনি মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চেয়ে যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে, যেখানে বোমা তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। এরপর মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।
