কেন ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন
দু’দিন আগে, শনিবার (১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নেমেছিল ভারী বৃষ্টি। তার প্রভাব ছিল গতকাল রোববারও—ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের মধ্যাঞ্চলে সারাদিনই ছিল বৃষ্টির রেশ।
আজও সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে সকাল ৬টা ৬ মিনিটে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আজ ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই—তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, কার্তিক মাসে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণ হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত দুর্বল লঘুচাপ। অন্যদিকে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে নতুন একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে। এ কারণে আজ ও আগামীকাল ৪ নভেম্বর চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
