এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দেয়ার আহ্বান

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দেয়ার আহ্বান
ফাইল ছবি

গণভোট নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর ভেতর বিরাজমান সকল মতবিরোধ নিয়ে নিজেদের ভেতর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের ভেতর প্রধান উপদেষ্টা বরাবর জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি সভা শেষে এমনটাই জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘যেসব মতবিরোধ রয়েছে সেগুলো দেশের রাজনৈতিক দলগুলো একসাথে বসে আগামী এক সপ্তাহের ভেতর প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের সভা থেকে।’

একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতর চলমান এই মতবিরোধ নিয়ে উদ্বেওগও প্রকাশ করা হয় উপদেষ্টা পরিষদের সভাতে।

এদিকে রাজনৈতিক দলগুলো যদি ‘ঐক্যবদ্ধ সিদ্ধান্ত’ নিতে না পারে তাহলে গণভোট ইস্যুতে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।