পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭২৬
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, যাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে।
গ্রেপ্তারের সময় দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।
