দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম
দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি কলাপট্টি এলাকায় রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। 

যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়। দুর্ঘটনায় দায়ী গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তাকেও আটক করা হয়েছে। 

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে তাদের বাড়ি। বাবার নাম আবুল হাশেম। ইকবাল যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে থাকতেন। তার এক সন্তান রয়েছে।