রোববার দেশব্যাপী মহাসড়ক অবরোধের হুমকি জুলাই যোদ্ধাদের


২০২৪ সালের গণ–অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ‘শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের জন্য আইনি সহায়তা দাবির পূর্ণ বাস্তবায়ন না হলে আগামী রোববার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ‘জুলাই যোদ্ধা সংসদ’।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের ১২ নম্বর ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে আহ্বায়ক মাসুদ রানা জানান, “আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। রোববার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ কার্যক্রম চলবে। সাধারণ মানুষ, বিশেষ করে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের আমরা সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি জনগণের।”
তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে জুলাই সনদে তাঁদের ন্যায্য দাবি অন্তর্ভুক্ত করা হয়নি। “আমরা দীর্ঘ সময় ধরে সরকারের সঙ্গে আলোচনা করেছি। জেলা প্রশাসকের কার্যালয় ও সচিবালয়ে লিখিতভাবে আমাদের দাবিগুলো জমা দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারও দাবিগুলো দেখেছেন এবং সংশোধনের পর আশ্বাস দিয়েছেন, কিন্তু সনদ প্রকাশিত হলে কোনো দাবি বাস্তবে অন্তর্ভুক্ত হয়নি।”
মাসুদ রানা বলেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার শিকার হয়েছেন শতাধিক কর্মী। “সংসদ ভবনের গেটে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। সকালেই হঠাৎ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও অন্য নির্যাতন চালানো হয়। এমনভাবে আক্রমণ করা হয়েছে যেন আমরা মানুষ না, কোনো প্রাণী।”
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ এখনও ১ লাখ ২০ হাজার সদস্যের বড় অংশে দলীয় সংস্কৃতিতে নিমজ্জিত, যা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা। “পুলিশ সংস্কার ছাড়া দেশে নতুন বাংলাদেশ সম্ভব নয়,” বলেন আহ্বায়ক।