মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় হামলায় ৭ পুলিশ সদস্য আহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম
মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় হামলায় ৭ পুলিশ সদস্য আহত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলার সময় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সোয়া একটার পর থেকে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহাবুব শাহ, সার্জেন্ট মো. জিয়াউল হক, টিএসআই অজিউল্ল্যাহ ও কনস্টেবল ইব্রাহিম। বাকি আহত তিনজন তেজগাঁও পুলিশের অপরাধ বিভাগের সদস্য। তাদের নাম জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাফিক ও অপরাধ বিভাগের সাত-আটজন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন।

জানতে চাইলে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠানে অংশ নিতে আসা কিছু জুলাই যোদ্ধা আকস্মিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তারা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান, পাশাপাশি সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

কনস্টেবল ইব্রাহিম প্রতিরক্ষা মন্ত্রণালয় গেটের কাছে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বিশৃঙ্খলাকারীরা অতর্কিতে তার ওপর হামলা চালান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফার্মগেটের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়।

টিআই মাহাবুব শাহ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই সময় হামলাকারীরা তাকে লাঠি দিয়ে পিঠ ও বাহুতে আঘাত করে। পরে তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেন।

এছাড়া, সার্জেন্ট জিয়াউল হক ও টিএসআই অজিউল্ল্যাহকেও লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা হয়। টিএসআই অজিউল্ল্যাহ পিঠে গুরুতর আঘাত পান এবং সার্জেন্ট জিয়াউল হকের মাথায় লাঠির আঘাতে ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে ডিসি ট্রাফিক তেজগাঁও ঘটনাস্থলে পৌঁছে আহত সার্জেন্টকে নিজ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।