মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাকিবুল (২০), খায়রুল ইসলাম (২১), মোশাররফ (২১), মিজান (২৪), কামাল (৩০), জিসান (২২), ফারুন (২৩), রাশেদুল (৩৮), রায়হান (১৯), মামুন (২১), রাজিব রতন (১৮), টিপু (২৯), সালমান (২৭), সানি (২৬), আসিফ (২৫), আইচান ওরফে আহসান (৩০), আসাদুল হক (২৫) ও শামীম (৪২)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।