সাবেক এমপি ওমর ফারুক গ্রেফতার

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম

ছবি : সংগৃহীত
নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।