আসছে ঠান্ডা রাত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
আসছে ঠান্ডা রাত

আগামী ১২ অক্টোবরের দিক থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হবে। যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও সম্পন্ন হবে। এর পরপরই দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে ধাপে ধাপে এই বর্ষার বিদায় সম্পন্ন হবে। আগামী ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এ ছাড়া খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ থেকে সবশেষে প্রায় ১৫ থেকে ১৬ অক্টোবর নাগাদ মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে।

সংস্থাটি জানায়, এই সময়ের পর উল্লেখিত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে নতুন কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে, অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয় এবং মৌসুমি বায়ু বিদায়ের পর আবহাওয়াতে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই সময় দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হবে, কিন্তু মাঝরাতে আবহাওয়া অনেকটা ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠবে।

দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। তারা বলছেম, এই কারণে দেশজুড়ে সাময়িকভাবে জ্বর, সর্দি, কাশির মতো অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে। যদিও সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে, তবে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকেন। তাই এই সময়ে নিজের এবং পরিবারের সকল সদস্যের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে এবং শিশুদের আলাদা যত্ন নিতে হবে।