নেদারল্যান্ডসের উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে উচ্চপর্যায়ের বৈঠকের প্রথম দিনে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আলোচনায় উঠে আসে গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পানি ব্যবস্থাপনা সহযোগিতা।
উভয়পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা বলেন, দুই দেশের অংশীদারত্ব গণতন্ত্র, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিকতার যৌথ মূল্যবোধের ভিত্তিতেই ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।