সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সহযোগীর অফিস থেকে কোটি টাকা উদ্ধার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সহযোগীর অফিস থেকে কোটি টাকা উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সহযোগী মো. জাহাঙ্গীর আলমের চট্টগ্রামের হালিশহরের একটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে প্রায় ১ কোটি ২ লাখ টাকা উদ্ধারের তথ্য জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে সাইফুজ্জামানের সহযোগী মো. জাহাঙ্গীর আলমের অফিসে অভিযান চালায় দুদক। অভিযানটি নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘আমরা গোপন খবরে জানতে পেরেছিলাম যে সাবেক মন্ত্রীর অফিসে অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে। কমিশনের অনুমোদন নিয়ে আমরা অভিযান চালাই এবং বিপুল টাকা উদ্ধার করি।’

অভিযানের সময় অফিস থেকে প্রায় ১ কোটি ২ লাখ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।

২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বিপুল সম্পদের তথ্য পায় সংস্থাটি।