‘ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনও দল ক্ষমতায় আসতে পারবে না’


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনও দল ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারও ক্ষমতায় যাওয়ার স্বপ্নও পূরণ হবে না। জনগণ সবকিছুর জবাব চাইবে। পিঠ বাঁচিয়ে রাজনীতি করার সুযোগ নেই।
নিউইয়র্কে এনসিপির সচিব আখতার হোসেনের ওপর হামলা, অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও আওয়ামী লীগের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামন থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ।
ভারতীয় একটি গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে সারজিস বলেন, আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল। আমরা পরোক্ষভাবে কথা বলা পছন্দ করি না। ভারত ও আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে বিএনপি ক্ষমতায় আসতে চায় কিনা। সেটা বিএনপিকে পরিষ্কার করতে হবে।
সারজিস বলেন, যারা টাকা ও ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, তারা এখন এমন কথা বলে— যা মুখে উচ্চারণ করা যায় না। স্বৈরাচারের দোসরদের কাছে জানতে চাই, আপনার মা, বোন ও মেয়েকে এ ধরনের গালি দিলে সমর্থন করেন কিনা? যারা দেশ ও বিদেশে আমাদের মা-বোনদের গালি দিয়েছে, তাদের মনে রাখতে হবে, আমাদের নারীরা আগামীতে তাদের বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন— এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির ও মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।